
রাতের বেলায় ঘুমের মাঝে
তোর ছবিটা যখন ভাসে
জেগে উঠেও স্বপ্ন দেখি
মনটা তোকেই ভালোবাসে
তোকে পাওয়ার স্বপ্নে
হই যখন বিভোর
ভাল্লাগেনা কোনো কিছু
তোকেই লাগে সুন্দর
ভেবেছিলাম আসবি যখন
দেবো গোলাপ ফুল
স্বপ্ন যখন ভেঙে গেলো
এতো আমারই ভুল
তোকে যদি পাই আমি
আমার এই জীবনে
ভালোবাসায় রাখবো বেঁধে
সবারই গোপনে
লেখা => অমিতাভ
লেখা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাও.......
No comments:
Post a Comment