Wednesday, July 12, 2017

তোমার আমি


যদি থাকো পাশে তুমি
       ভুলে যাই সব আমি
তোমার চোখের ইশারা
      করে আমায় দিশেহারা
তোমার এই কাছে  আসা
      হলো শুরু  ভালোবাসা
বলবো তোমায়  মনের  কথা

     দিওনা যেন আমায় ব্যাথা    
যদি  ধরে   প্রেমের   জ্বর
     আমার মনে দিও খবর
একটু একটু কথা বলা
     তোমার সাথে পথ চলা
লাগে যে কত ভালো
     বলবো তোমায় কি করে বলো
প্রেমের যে নেই ভাষা
      পূর্ণ করো আমার আশা......

                   লেখা => অমিতাভ

বন্ধুরা লেখা কেমন লাগলো  অবশ্যই কমেন্ট করে জানাও.............

No comments:

Post a Comment

পাগলী তোর জন্য

পাগলী তোর জন্য

গড়ের মেলা  দেখতে  এসে                      পকেট হলো  শূন্য লাল চুড়িটা কিনতে গেলাম                পাগলী    তোর    জন্য একটু   রাগ  এক...