Friday, August 18, 2017

আমি কে






ঝকঝকে মোজাইক মেঝে
বিদেশি ঘড়িটা টিকটিক বাজে
দেওয়ালে রামকৃষ্ণ বিবেকানন্দ
দরজাটা সর্বদা থাকে বন্ধ
গেলাসে আওয়াজ তুলি প্রতি সন্ধ্যায়
যা কিছু ভালো যা কিছু সুন্দর
খুন করেছি খুশির খেলায়
এখানে নাড়ে না কড়া কেউ
মরমে বাজে না সাগরের ঢেউ
ফুলের পাপড়ি যত
নিয়েছি কুটিল হাতে
একটানে ছিঁড়ে
ফোটবার বাসনা,বাঁচবার বাসনা
পাঠিয়েছি মৃত্যুর ভিড়ে
রঙ মাখা রূপসীর অশালীন নৃত্যে
লোভী হাতে দেয়  হাততালি
ধর্মসভায় পৌরহিত্য পদে
গলায় কৃষ্ণ নামাবলী
ভক্তির ঢেউ  তুলে তুলে
অনায়াসে আনি চোখে জল
রাজনীতির মঞ্চে
তাতেই  হয়েছি সফল
ডায়াসের লোকাচারে
সামনের কালো মাথা গুলো
দিশেহারা প্রাণ গুলো জানেনা
কতটা ওদের  বাসি  ভালো
আমি ছাড়া  আর কেউ
আছে নাকি আমার মতো
রাখি বাঁধি ফি বছর
অকাতরে দেন করি কত
জটিল কুটিল ব্যাধ জর্জর
ধুঁকছে স্বাধীন জীবন
আমি আছি আমাতেই
ঠিক আমার মতন


লেখা=>  সৌমিতা

No comments:

Post a Comment

পাগলী তোর জন্য

পাগলী তোর জন্য

গড়ের মেলা  দেখতে  এসে                      পকেট হলো  শূন্য লাল চুড়িটা কিনতে গেলাম                পাগলী    তোর    জন্য একটু   রাগ  এক...